ক্যাটাগরি

উখিয়ায় অস্ত্রসহ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ আটক

শুক্রবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লক থেকে তাকে আটক করা হয় বলে ৮ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান জানান।

আটক মোহাম্মদ ইলিয়াছ (৪৫) ওই ক্যাম্পের সোনা মিয়া ওরফে সোনা আলীর ছেলে।

পুলিশ বলছে, ইলিয়াস রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় অপরাধী চক্রের সদস্য। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

শিহাব কায়সার বলেন, কয়েকজন সন্ত্রাসী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছে খবরে- এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ঘর ঘিরে ফেললে ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ইলিয়াসকে আটক করা হয়।

পরে ইলিয়াসের দেওয়া তথ্যে তার বসত ঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি একটি বন্দুক ও দুইটি গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানায় এপিবিএন।