ক্যাটাগরি

কক্সবাজারে নদীতে ডুবে ২ বোনের মৃত্যু

উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের লম্বরী পাড়ায় শুক্রবার বেলা ১২টার দিকে নদী থেকে তাদের উদ্ধার করা হয় বলে রামু ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোমেন বড়ুয়া জানান।

দুই শিশু হল ইউনিয়নের খোন্দকার পাড়ার আব্দুল করিমের মেয়ে তাসফিয়া নূর জোহরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫)।

সোমেন বড়ুয়া স্থানীয়দের বরাতে জানান, পাঁচ শিশু নদীর পাড়ে ঘুরতে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করে বলে জানান সোমেন।

রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইন বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারে হস্তান্তর করা হয়েছে।