তারা হল
উপজেলার খাগড়াখানা গ্রামের শহিদ হাওলাদারের মেয়ে রাফিজা আক্তার (৭) ও একই গ্রামের মোহাম্মদ
সোহেলের ছেলে আল আমিন (৬)।
গ্রামের খাল
থেকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে নলছিটি থানার পরিদর্শক
মনোরঞ্জন মিস্ত্রি জানান।
স্থানীয়রা
জানান, দুপুরের দিকে শিশু দুটি খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালে নিখোঁজ হয়।
স্থানীয়রা খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
বিকাল ৫টার
দিকে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার
করে বলে জানান ডুবুরি দলের লিডার হুমায়ুন কবির।
খবর পেয়ে
নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর কর হয় বলে
জানান পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রি।