শুক্রবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে জাহিদ মালেক
বলেন, “সরকার এক দিকে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় কাজ করেছে, অন্যদিকে শিক্ষার্থীদের
শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়- সেজন্য কাজ করেছে।
“আজকের পরীক্ষাটিও সুশৃঙ্খলভাবে নেওয়াসহ পরীক্ষায় কোনো রকম অনিয়ম যাতে
না হয়, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে এ
বছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। আগামীতে পরীক্ষার মান আরও বাড়ানোর লক্ষ্যে
এখন থেকেই কাজ শুরু হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল
কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন ১৯৫০টি। এবার এসব আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৬৫
হাজার ৯০৭ জন।
এর মধ্যে ঢাকায় আবেদনকারী ৩১ হাজার ৩৫ জন। দেশের বিভিন্ন স্থানের ২৬টি
ভেন্যুর ৯২৯টি হলে পরীক্ষা হয়েছে।
এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এস এম এনায়েত হোসেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।