ক্যাটাগরি

পিরোজপুরে একসঙ্গে বিষপানে কিশোর-কিশোরীর আত্মহত্যা

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে এ
ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।

কিশোরের (১৮) বাড়ি স্বরূপকাঠী উপজেলার বলদিয়া ইউনিয়নে এবং
কিশোরীর (১৫) বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে।

কিশোরের বাবা সাংবাদিকদের বলেন, তার ছেলে তিন-চার দিন আগে
নাজিরপুরে ফুফুর বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সে তার ফুফাত
ভাইয়ের সঙ্গে দোকানে ঘুমাতে যায়। কিন্তু গরমের কথা বলে বাইরে বেরিয়ে যায়।  

“রাত ৩টার দিকে আমার বোন ফোন করে জানান যে, আমার ছেলে আর তাদের
পাশের বাড়ির এক মেয়ে একসঙ্গে বিষপান করেছে।”

কিশোরীর মা বলেন, তার মেয়ে রাতের খাবার খেয়ে ১০টার দিকে
ঘুমাতে যায়। রাত ২টার দিকে বাড়ির সামনের কবরস্থান থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে তিনি চিৎকার
শুনতে পান। সেখানে গিয়ে কিশোর-কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়। 

শুক্রবার সকালে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসক অসিত মিস্ত্রী বলেন, “কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং
ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়।“

ওসি আরও বলেন, পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।