শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনি নিয়মিত
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের গেছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তার দেখাবেন।
“করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘ দিন তিন
ফলোআপের জন্য সিঙ্গাপুরে যেতে পারছিলেন না। আজ গেলেন। ফলোআপ শেষে
ফিরে আসবেন।”
৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক
সমস্যায় ভুগছেন।
২০১৯ সালে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা
পড়ে। ওই সময় ঢাকায় তাৎক্ষণিকভাবে একটি ব্লক
অপসারণ করেন চিকিৎসকেরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা
নিতে হয় তাকে।
কিন্তু মহামারীর মধ্যে চিকিৎসার ফলোআপের জন্য তার সিঙ্গাপুরে
যাওয়া অনিয়মিত হয়ে পড়ে। গত ১৪ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল
ছাড়েন তিনি।