ক্যাটাগরি

গান্ধী আশ্রমে চরকায় সুতা কাটলেন জনসন

বৃহস্পতিবার তিনি ভারত সফরে যান। আশ্রমে রাখা পরিদর্শক বইয়ে তিনি বার্তাও লিখেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

সেখানে তিনি লেখেন, ‘‘অসাধারণ এই মানুষটির আশ্রমে আসা এবং তিনি কীভাবে এই পৃথিবীর উন্নতির জন্য সত্য ও অহিংসার সহজ নীতিগুলোকে সংগঠিত করেছিলেন, তা বুঝতে পারা দারুণ সৌভাগ্যের বিষয়।”

বৃহস্পতিবার সকালে ভারতের আহমেদাবাদে পৌঁছান জনসন। তাকে স্বাগত জানাতে সেখানে বড়সড় আয়োজন রাখা হয়েছিল। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে তার হোটেল পর্যন্ত চার কিলোমিটার রাস্তা জুড়ে নানা আয়োজন ছিল।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গভর্নর আচারিয়া দেভারত তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

জনসনের সম্মানে বিমানবন্দর থেকেই গুজরাটের ঐতিহ্যবাহী নাচ-গানের আয়োজন করা হয়েছিল। তাকে বহন করা গাড়ি বহর বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া পর্যন্ত ওই অনুষ্ঠান চলেছে।

রোডশো’টি বিমানবন্দরের বাইরে থেকে শুরু হয় এবং আশ্রম সড়ক হয়ে যায়। আশ্রম রোডের একটি পাঁচ তারকা হোটেলে তিনি অবস্থান করছেন।

দিনভর গুজরাট সফরে জনসন সেখানকার স্বনামধন্য ব্যবসায়ীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। শুক্রবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।