ক্যাটাগরি

‘ঝড়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে’ মা-ছেলের মৃত্যু নোয়াখালীতে

তারা হলেন
জেলার হাতিয়া উপজেলার চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগম (৩৫) ও
তার তিন বছরের ছেলে ইয়াছিন।

সুবর্ণচর উপজেলার
পূর্বচরবাটা গ্রামের কালা মসজিদ এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার
করা হয় বলে চরজব্বার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহ্ আলম জানান।

পরিদর্শক
বলেন, কোহিনুর পূর্বচরবাটা গ্রামের খায়রুল হাসানের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। বিকালে
স্থানীয়রা ওই বাড়ির পাশে মেহগনি বাগানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়ানো মা-ছেলের মরদেহ
পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে সন্ধ্যায়
মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে
পাঠানো হবে বলে জানান পরিদর্শক শাহ আলম।

ঝড়ে গাছের
ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার দায় স্বীকার করেছে স্থানীয় পল্লীবিদ্যুৎ
কর্তৃপক্ষ।

সুবর্ণচর পল্লীবিদ্যুৎ
কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সফিউল হক জাহাঙ্গীর বলেন, বুধবার রাতে ঝড়ে গাছের ডাল
পড়ে তার ছিঁড়ে যায়। রাত থেকে বিভিন্ন স্থানে এসব ছেঁড়া তার মেরামত করা হয়। কিন্তু
পূর্বচরবাটায় তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি।

মা ও ছেলের
মৃত্যুর খবরের পর লাইন বন্ধ রেখে মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে বলে জানান সফিউল
হক।