তুরস্কের আন্তালায় শুক্রবার শেষ ষোলোয় ওঠার
লড়াইয়ে ৫-৫ সমতার পর টাইব্রেকারে ৬-৫ সেটে তুরস্কের গোরকান মারাসের কাছে হেরে যান টোকিও
অলিম্পিকসে খেলা রোমান।
ইন্দোনেশিয়ার রিয়াউ সালসাবিল্লাকে ৭-১ সেটে
হারিয়ে শেষ ষোলোয় উঠার পর পথ হারান সাগর। ইউক্রেনের ইভান কোঝোকারের কাছে হেরে যান একই
ব্যবধানে। বাংলাদেশের আরেক আর্চার রুবেলের যাত্রা থেমেছে শেষ ষোলোয় ওঠার ম্যাচেই; তিনি
৬-১ সেট পয়েন্টে হেরেছেন ইতালির মাউরো নেসপোলির কাছে।
রিকার্ভ এককে মেয়েদের ইভেন্টে নাসরিন, দিয়া
ও নিশা বিদায় নেন এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই। সবশেষ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং
টুর্নামেন্টে (স্টেজ-১) তিন ইভেন্টে সোনা জেতা নাসরিন হেরেছেন ৬-০ সেট পয়েন্টে।
বাকি দুজন লড়াই জমিয়েছিলেন, কিন্তু শেষ
পর্যন্ত দিয়া ৬-৪ এবং নিশা টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হেরে যান।
রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রোমানিয়াকে ৫-১
সেট পয়েন্টে হারানোর পর সেরা চারে ওঠার লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। চাইনিজ-তাইপের কাছে
৬-০ ব্যবধানে হারে সাগর-দিয়া জুটি।
কমপাউন্ড পুরুষদের এককে এলিমিনেশন রাউন্ডের
প্রথম ধাপে ১৪৫-১৪০ পয়েন্টে জিতলেও শেষ ষোলোয় ১৪৭-১৪২ ব্যবধানে হেরে বিদায় নেন বাংলাদেশের
মোহাম্মদ আশিকুজ্জামান।
অনেক প্রত্যাশা নিয়ে তুরস্কে গেলেও শেষ
পর্যন্ত পদকশূণ্য থেকেই দেশে ফিরছেন রোমান, দিয়ারা।