শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা
মহাসড়কে উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা
ঘটে বলে ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি
বলেন, দূরপাল্লার বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি আসছিল উল্টো দিক
থেকে। পথে দুটি যানের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক
বিভাজকের উপর উল্টে যায়। আর প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়।
তখন কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা
মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আহতদের
উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ধামরাই উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
হাইওয়ে পুলিশ দুর্ঘনাকবলিত যান দুটি
উদ্ধার করেছে।