ক্যাটাগরি

পুতিনের জয় দাবি সত্ত্বেও অবস্থানে অটল মারিওপোলের যোদ্ধারা

প্রায় দুই মাস অবরুদ্ধ করে রাখার পর ইউক্রেইনের যুদ্ধের সবচেয়ে বড় লড়াইয়ে জয় দাবি করেন প্রেসিডেন্ট পুতিন, বৃহস্পতিবার নগরীটি ‘মুক্ত’বলে ঘোষণা করেন তিনি। কিন্তু তার ঘোষণা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে বড় ইস্পাত কারখানাগুলোর একটি আজভস্তাইলে শুক্রবারও নিজের অবস্থানে অটল আছে ইউক্রেইনীয় সেনারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র পুতিনের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বলে, তাদের বিশ্বাস ইউক্রেইনীয় বাহিনীগুলো এখনও নগরীটিতে কিছু অবস্থান ধরে রেখেছে।

মারিউপোলের একটি রাস্তায় রুশপন্থি সেনাদের ট্যাঙ্ক বহর। ছবি: রয়টার্স

মারিউপোলের একটি রাস্তায় রুশপন্থি সেনাদের ট্যাঙ্ক বহর। ছবি: রয়টার্স

আজভস্তাইলে অবস্থান নিয়ে থাকা ইউক্রেইনীয় সেনাদের দুই দুইবার অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল রুশ বাহিনী, কিন্তু মারিউপোলের যোদ্ধারা তা অগ্রাহ্য করে। এরপর ওই শিল্পাঞ্চলে রুশ বাহিনীর প্রত্যাশিত চূড়ান্ত হামলার পরিকল্পনা বাতিল করে দেন পুতিন, তার বদলে তার বাহিনীগুলোকে কারখানাটি এমনভাবে ঘিরে রাখতে বলেন যেন একটি মাছিও বের হতে না পারে।

পুতিনের এ সিদ্ধান্তে ইউক্রেইন উপহাস করে বলেছে, মারিউপোলে থাকা তাদের বাহিনীগুলোর সঙ্গে চূড়ান্ত লড়াই এড়াতে চান পুতিন, কারণ তাদের পরাজিত করার মতো সেনা মস্কোর নেই। 

তবে এমনটি বললেও দেশটির কর্মকর্তারা আজভস্তাইল ইস্পাত কারখানা থেকে আহত সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে সহায়তার আবেদন জানিয়েছেন।

আজভস্তাইল লৌহ ও ইস্পাত শিল্প কারাখানাটি ১১ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এখনে অনেক বড় বড় ভবন, ভূগর্ভস্থ বাংকার ও টানেল রয়েছে। এমনটি একটি জায়গায় স্থল অভিযান চালানো বিশ্বের যেকোনো বাহিনীর জন্যই ঝুঁকিপূর্ণ।

এখানে থাকা ইউক্রেইনীয় ন্যাশনাল গার্ডের এক সার্জেন্ট জানিয়েছেন, রাশিয়ার ট্যাঙ্ক, জঙ্গি বিমান ও কামানের বিরুদ্ধে তাদের কাছে শুধু মেশিনগান, পিস্তলের মতো হালকা অস্ত্র আছে। তিনি ও তার সঙ্গীরা মাটির দুই মিটার নিচে ছোট একটি ক্রংক্রিটের বাংকারে লুকিয়ে আছেন।

পুতিনের নির্দেশের পর কারাখানাটি লক্ষ্য করে রুশ বাহিনীর অবিরাম গোলাবর্ষণ যদি বন্ধও হয় তারপরও ‘একটি মাছি যেন সেখান থেকে বের হতে না পারে’, রাশিয়ার প্রেসিডেন্টের এমন নির্দেশনা কারাখানাটিতে অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেইনীয় সেনাদের জন্য ‘মৃত্যুদণ্ডের’ ঘোষণা হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।