ক্যাটাগরি

প্রাচীর পেরিয়ে ও অটিজম নিয়ে সায়মা’র সঙ্গে আড্ডা শনিবার

শনিবার
সকাল ৯টায় ‘প্রাচীর পেরিয়ে, স্টিফেন শোর- এর আত্মজীবনী ও অটিজম নিয়ে সায়মা ওয়াজেদের
সাথে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে।

সূচনা
ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে আলোচনা অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং করা
হবে, যেটির ইভেন্ট ইতোমধ্যে চালু করা হয়েছে।

অনুষ্ঠানে
প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।


অটিজম নিয়ে আত্মজীবনী গ্রন্থ ‘প্রাচীর পেরিয়ে’
 

প্রধানমন্ত্রী
শেখ হাসিনার কন্যা, সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও সিআরআই এর ভাইস চেয়ারপার্সন সায়মা
ওয়াজেদ এবং লেখক স্টিফেন শোর অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন।

স্টিফেন
মার্ক শোর যুক্তরাষ্ট্রের এডেলফি ইউনিভার্সিটির স্পেশাল এডুকেশন বিভাগের অধ্যাপক। অটিজম
ও অ্যাসপারগার সিনড্রোমের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের সাফল্য নিয়ে তিনি বইটি লিখেছেন।

গত
বছর বইটি বাংলায় অনুবাদের কাজে হাত দেয় সূচনা ফাউন্ডেশন। দেশি অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান
রকমারি’তে বইটি পাওয়া যাবে।

অলাভজনক
সেবামূলক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন নিওরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ও মানসিক স্বাস্থ্য
নিয়ে গবেষণা, পরামর্শ ও সক্ষমতা উন্নয়নসহ আরও অন্যান্য ক্ষেত্রে কাজ করছে। জাতীয় ও
আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, নীতিনির্ধারক, সেবাদাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজও
করছে প্রতিষ্ঠানটি।