ক্যাটাগরি

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের তথ্য মেলেনি: প্রতিমন্ত্রী

তিন ধাপের এই নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা হয় শুক্রবার। ঢাকাসহ ২২ জেলায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।

প্রতিমন্ত্রী জাকির হোসেন রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকরা ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন।

উত্তরে তিনি বলেন, “আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। আমাদের ব্যবস্থা নেওয়া আছে। এ রকম কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু শুক্রবার
 

প্রথম ধাপে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন চাকরিপ্রত্যাশীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

প্রতিমন্ত্রী বলেন, “নিরাপত্তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। পরীক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক মনে হলো।”

আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর জুলাই নাগাদ নিয়োগ সম্পন্ন হবে।

সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে এতদিন নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।