ক্যাটাগরি

শেরপুরে ’ছেলের হাতে’ বৃদ্ধ বাবার মৃত্যু

নিহত সুরুজ আলী (৭০) উপজেলার শংকরঘোষ গ্রামের বাসিন্দা। 

শ্রীবরদী থানার ওসি বিপ্লবকুমার বিশ্বাস পরিবারের বরাতে জানান, সুরুজ আলীর
পাঁচ ছেলে-মেয়ের মধ্যে বড় বিল্লাল হোসেন। বিল্লালের সঙ্গে সুরুজ আলীর ঝগড়া-বিবাদ লেগে
থাকত। বাবা-ছেলের কথাকাটাকাটির পর শুক্রবার বিকালে সুরুজ আলী গ্রামের পাশে বাজারে যান।
এ সময় বিল্লাল হোসেন তাকে বাঁশ দিয়ে মারধর করেন। সুরুজ আলী আহত হন। পরে তিনি মারা যান।

ওসি বলেন, “ময়নাতদন্তের পর মৃত্যুর
প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।”

পুলিশ বিল্লাল হোসেনকে ধরার চেষ্টা
করছে বলে জানান ওসি বিপ্লব কুমার বিশ্বাস।