মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার রাজস্থান রয়্যালসের ষোড়শ ওভারে ৯৯ থেকে ডাবল নিয়ে বাটলার তিন অঙ্কে পা রাখেন স্রেফ ৫৭ বলে। ৮টি ছক্কার সঙ্গে চারও ৮টি।
টানা দ্বিতীয় এবং চলতি আসরে ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের তৃতীয় সেঞ্চুরি এটি।
আইপিএলের এক আসরে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল বিরাট কোহলির। ২০১৬ সালের আসরে রেকর্ড ৯৭৩ রান করার পথে কোহলি চারটি সেঞ্চুরি করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম ২৫৯ ইনিংসে বাটলারের
ছিল না কোনো সেঞ্চুরি। পরের ২৪ ইনিংসেই করে ফেললেন ৫টি!
আইপিএলের গত ও চলতি আসর মিলিয়ে সবশেষ ৮ ইনিংসেই তার সেঞ্চুরি
হলো ৪টি, সবগুলোই রাজস্থানের হয়ে। দলটির জার্সিতে দুটির বেশি সেঞ্চুরি নেই আর কারও।
(বিস্তারিত আসছে)