ক্যাটাগরি

গোপালগঞ্জে মাইক্রোবাস-বাইক সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

নিহতরা হলেন বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের ছাত্র আবদুর রহিম মাসুম (২৫) ও তার বন্ধু আতিকুল ইসলাম (২৬)।

মাসুম খুলনা শহরের মুজগুন্নি এলাকার আব্দুর রহমানের ছেলে। আর আতিকুল একই এলাকার আবু সাঈদ ইয়াহিয়ার ছেলে।

শনিবার সকালে উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে তারা মারা যান বলে কাশিয়ানী থানার এসআই সজীবকুমার মণ্ডল জানান।

এসআই সজীব বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মহাসড়কের পাশের গাছে ধাক্কা খায়। আর মোটরসাইকেল খাদে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাসুম নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সজীব কুমার মণ্ডল।