শুক্রবার রাত নয়টার দিকে চেরাগী পাহাড় মোড়ে দৈনিক আজাদীর গলির মুখে কিছু তরুণ
ওই কলেজ ছাত্রকে উপর্যপরি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নগর পুলিশের কোতয়ালী
জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম।
নিহত আসকার বিন তারেক (১৮) নগরীর একটি কলেজের শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তিনি
কোন কলেজের শিক্ষার্থী তা পুলিশ বলতে পারেনি। তিনি নগরীর এনায়েত বাজার এলাকার জমির
উদ্দিন ম্যানশনের এস এম তারেকের পুত্র।
সহকারী কমিশনার মুজাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেরাগী পাহাড় মোড়ে
ছুরকিাঘাতের এ ঘটনা কী কারণে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানতে
পারিনি।
চেরাগী পাহাড়ে ওই সময় উপস্থিত কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত
নয়টার কিছু আগে আজাদী গলিতে আড্ডারত কিছু যুবক তারেককে ধাওয়া দেয় ও মারধর করে।
একপর্যায়ে তাকে ওই মোড়ের ব্র্যাক ব্যাংক সংলগ্ন গলির মুখে উপর্যুপরি ছুরিকাঘাত
করে। সেখান থেকেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ কর্মকর্তা মুজাহিদুল ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, আশেপাশের লোকজনের সঙ্গে
কথা বলেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। কেন, কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা
খতিয়ে দেখছি।
চেরাগী পাহাড়ে চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদী ছাড়াও বেশ কয়েকটি টিভি চ্যানেল
ও জাতীয় দৈনিকের ব্যুরো অফিস রয়েছে।