ক্যাটাগরি

পথচারীদের মধ্যে ফ্রুটোর ইফতার বিতরণ

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট ছাড়াও দৈনন্দিন
নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহুর্তে সড়কে কাটাতে হচ্ছে। এ সময়ে
রোজাদারদের স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ইফতার সামগ্রীর মধ্যে প্রাণ ফ্রুটো, প্রাণ ড্রিংকিং ওয়াটার
ও খেজুর দেওয়া হচ্ছে। রোজার শুরু থেকে চলা এই কর্মসূচি শেষ রোজা পর্যন্ত চলবে।

প্রাণ ফ্রুটোর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আল-আমিন শিকদার
বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইফতারের ঠিক আগের মুহুর্তে
আমাদের প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বুথের মাধ্যমে পথচারীদের
মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। আবার গণপরিবহনে উঠে রোজাদারদের মাঝেও ইফতার বিতরণ করা
হচ্ছে।

“আমরা প্রতিদিন অন্তত এক হাজার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী
তুলে দিতে পারছি। এ উদ্যোগের জন্য রোজাদারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালবাসা পাচ্ছি।”