শনিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
রামু সেক্টর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল
মোহাম্মদ আজিজুর রউফ।
আটকরা হলেন- ঘুমধুম ইউনিয়নের করইবুনিয়া এলাকার
ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), তার মা ফাতেমা বেগম (৬৫), উখিয়া উপজেলার
রাজাপালং ইউনিয়নের পশ্চিম দীঘিলিয়া এলাকার মো. রফিক উল্লাহ (২১), জালিয়াপালং ইউনিয়নের
পাইন্যাশিয়া চরপাড়ার মোহাম্মদ মাহবুব (৩০), ঘুমধুম ইউনিয়নের বড়ইতলী এলাকার মো. রফিক
আলম (৩০)।
বিজিবি জানায়, ইয়াবার বড় মজুতের সংবাদে শুক্রবার
রাতে করইবুনিয়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে আটক করা হয়। পরে
ইকবাল হোসেনের ঘর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইকবাল মাদকপাচারের অন্যতম হোতা।
আটকদের তথ্যে গর্জনবুনিয়া সীমান্তের গহীন
পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে মধ্যরাতে ঘুমধুমের করইবুনিয়া এলাকায়
আরেকটি অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় রফিককে।
আটক সবার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা
হয়েছে।