ক্যাটাগরি

গাড়িতে গুলি, অক্ষত ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর জেনারেল

শনিবার ইরানের অশান্ত
দক্ষিণপূর্বাঞ্চলে এ ঘটনা
ঘটে বলে
দেশটির রাষ্ট্রীয়
গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা
সংস্থা রয়টার্স।

ইরানের সরকারি বার্তা
সংস্থা ইরনার
প্রতিবেদনে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিপ্লবী
রক্ষীবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন
আলমাসি অক্ষত
আছেন এবং
হামলাকারীদের গ্রেপ্তার করার কথা জানানো
হয়েছে। 

প্রাদেশিক রাজধানী জাহেদানে
একটি চেকপয়েন্টের
কাছে এ
হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত দেহরক্ষী
মাহমুদ আবসালান
ওই অঞ্চলের
বিপ্লবী রক্ষীবাহিনীর
ঊর্ধ্বতন এক
কমান্ডারের ছেলে, জানিয়েছে ইরনা।

সুন্নি মুসলিম অধ্যুষিত
সিস্তান-বেলুচিস্তান
প্রদেশ পাকিস্তান
ও আফগানিস্তান
সীমান্তের কাছে; মাদক চোরাকারবারি চক্র
ও ইরানের
শিয়া শাসকদের
বিরুদ্ধে লড়াই
করা সুন্নি
জঙ্গিদের তৎপরতার
কারণে প্রদেশটি
দীর্ঘদিন ধরেই
অশান্ত।

ইরানের অনেক সুন্নিই
তাদের ওপর
বৈষম্য হচ্ছে
বলে অভিযোগ
করলেও দেশটির
শাসকগোষ্ঠী তা অস্বীকার করে আসছে।

২০০৯ সালে আত্মঘাতী
এক বোমা
হামলাকারী সিস্তান-বেলুচিস্তানে বিপ্লবী রক্ষীবাহিনীর
৬ ঊর্ধ্বতন
কমান্ডার ও
আরও ২৯
জনের প্রাণ
কেড়ে নেয়;
ইরানের প্রভাবশালী
সামরিক বাহিনীর
ওপর সবচেয়ে
দুঃসাহসী হামলাগুলোর
মধ্যে সেটি
অন্যতম ছিল।