ক্যাটাগরি

দুই যুগ ধরে সিনেমার বাইরে কেন, জানালেন শবনম

শুক্রবার রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার আয়োজনে যোগ দেন এ অভিনেত্রী।

১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ‘আম্মাজান’ মুক্তির পর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।

লিখিত বক্তব্যে শবনম বলেন, “সেই ১৯৯৯ সালে কাজী হায়াৎ সাহেবের পরিচালনায় ‘আম্মাজান’ করার পর উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি।

“এরমধ্যে চলচ্চিত্রে নেমে আসে গভীর সংকট। এ থেকে উত্তরণে বহুবার ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করলেও ভালো চিত্রনাট্যের অভাব, আর শারীরিক অবস্থা ওই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায়। তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন এটি আমার অনেক বড় প্রাপ্তি।”

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি।

“আজ এই আয়োজনে এসে মনে পড়ছে চলচ্চিত্রে আমার প্রথম আগমনের কথা। একজন সহ-অভিনেত্রী হিসেবে কাজ করতে এসে কখনও মনে হয়নি আপনাদের এমন ভালোবাসায় সিক্ত হবো। এতদিন পর এসে মনে হচ্ছে-আমি সত্যি ভাগ্যবতী।

“ছয় দশকের অভিনয় জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও আজকে আপনাদের ভালোবাসায় আমি চিরঋণী হয়ে রইলাম।”

ইফতার অনুষ্ঠানে বসে তারার মেলা। চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, ইমন সহ চলচ্চিত্রের অসংখ্য তারকাকে এসময় দেখা যায়।

‘নাচের পুতুল’ খ্যাত বাংলাদেশের এই অভিনেত্রী পাকিস্তানের চলচ্চিত্রেও জনপ্রিয় ছিলেন।

১৯৬০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত সক্রিয়ভাবে অভিনয়ে যুক্ত ছিলেন তিনি।