ক্যাটাগরি

পটিয়ায় ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

শুক্রবার
রাতে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শান্তিরহাট বুদপুরা বাজারে হতাহতের এ ঘটনা ঘটে
বলে পুলিশ জানায়।

নিহত মো.
সোহেল (৩৫) বুদপুরা এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন
(৩০) ও জয়নাল আবেদীন (৩৪)।

তিন মাস
আগে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জের এ হতাহতের পেছনে রয়েছে বলে প্রাথমিক
তথ্যের ভিত্তিতে জানিয়েছেন পটিয়া থানার ওসি রেজাউল করিম।

বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগের বিরোধের জের ধরে রাত সাড়ে ১০টার দিকে বুদপুরা বাজারে
প্রতিপক্ষের ছুরিকাঘাতে চার জন জখম হন।

“আহতদের
উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা
করেন।“