শুক্রবার রাতে নগরীর তেরখাদিয়া মোড় থেকে তাকে নগর পুলিশের
গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর পবা থানার
নাশকতা মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পলাতক ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের
হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামে।
এমাজ রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার
বাসিন্দা। তার বিরুদ্ধে মোট ৪০টি মামলা রয়েছে। এর মধ্যে হরিণাকুন্ডু থানায় পাঁচটি মামলায়
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ আল মাসুদ বলেন,
এমাজ তার সহযোগীদের নিয়ে সরকারবিরোধী অপপ্রচার, নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন।