ক্যাটাগরি

সুগুনা ফুড অ্যান্ড ফিডসকে নতুন পেমেন্ট সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

শনিবার ব্যাংকের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে সুগুনার জন্য নতুন এ পেমেন্ট সেবা উদ্বোধন অনুষ্ঠানের তথ্য জানানো হয়।

এ সুবিধার ফলে এন্টারপ্রাইজ
রিসোর্স প্ল্যানিং বা ইআরপি সিস্টেমের মাধ্যমে সুগুনা দেশি পেমেন্টগুলো সম্পন্ন
করতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,
স্ট্যান্ডার্ড চার্টার্ডই প্রথম এ ইন্টিগ্রেশন ধারনার প্রচলন শুরু করে এবং বাংলাদেশের
বিভিন্ন খাতের ব্যবসায় এটি ব্যবহৃত হয়েছে।

এ ধারাবাহিকতায় বাংলাদেশের
পোলট্রি খাতে প্রথমবারের মত এ সুবিধা দিচ্ছে ব্যাংকটি।

ইআরপি সিস্টেম থেকে
প্রয়োজনীয় সব এমআইএস রিপোর্ট সুবিধাও পাবে কোম্পানিটি, যা সরাসরি ব্যাংকের ডিজিটাল
ব্যাংকিং চ্যানেল স্ট্রেইট টু ব্যাংক (এস টু বি) থেকে সংগ্রহ করা হবে।

ব্যাংকের ইউনিভার্সাল অ্যাডাপ্টার
সল্যুশনের মাধ্যমে এইচ টু এইচ ইপিআর সংযোগ স্থাপন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে।

এ সংযোগ উপলক্ষে
সুগুনা ফুড অ্যান্ড ফিডসের অফিস প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড
চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুতফুল আরেফিন খান, সুগুনা
ফুডস ও সুগুনা হোল্ডিংসের চেয়ারম্যান সুন্দররাজন বাঙ্গারুস্বামীসহ ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুন্দররাজন বাঙ্গারুস্বামী বলেন, “এ
ইন্টিগ্রেশন আমাদের সকল ব্যাংকিং চাহিদাসমূহ পূরণে স্ট্যান্ডার্ড চার্টার্ডের
দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রতিফলনস্বরূপ। এ সল্যুশনের মাধ্যমে আমাদের পেমেন্ট
প্রসেসিং ও রি-কন্সিলিয়েশন টাইম
আরও উন্নত হবে।

“আমরা স্ট্যান্ডার্ড
চার্টার্ডের ইউনিভার্সাল অ্যাডাপ্টারের মাধ্যমে যেই প্লাগ অ্যান্ড প্লে এইচ টু এইচ
ইন্টিগ্রেশন সল্যুশন সুবিধা পাচ্ছি তা সত্যিই চমৎকার। এটি ব্যবহারে ইন্টিগ্রেশন
প্রক্রিয়া সম্পূর্ণ করতে যেই শক্তি/সম্পদ, সময় এবং শ্রম ব্যয় হয় তা উল্লেখযোগ্য
হারে কমে এসেছে, ফলে আমাদের অর্থ-সংক্রান্ত লেনদেন ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে।”

লুৎফুল আরেফিন বলেন, “আমাদের ইউনিভার্সাল অ্যাডাপ্টার অ্যাক্সেস সমৃদ্ধ এইচ টু এইচ সল্যুশনটি রিয়েল টাইম অটোমেশনের সাহায্যে আমাদের ক্লায়েন্টদের ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য অপারেশনাল ও ফাইন্যান্সিয়াল সক্ষমতা অর্জনের অনন্য সুযোগ করে দিচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড এইচ টু এইচ সল্যুশন সেবা দিয়ে আসছে এবং দেশজুড়ে বর্তমানে ৮০টি ক্লায়েন্ট এই সেবা গ্রহণ করছে।”