ক্যাটাগরি

কাগজে ছাপা বইয়ের ‘বিক্রি বাড়িয়েছে’ টিকটক

২০২১ সালে যুক্তরাজ্যে বইয়ের বিক্রি পাঁচ শতাংশ বেড়ে পৌঁছেছে ছয়শ ৭০ কোটি পাউন্ডে। যুক্তরাজ্যের ‘পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ বলছে, বিক্রি বেড়েছে কল্পকাহিনী, শিশুদের বই আর তরুণদের জন্য লেখা বইয়ের।

সংস্থাটি জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাঁচটি বইয়ের মধ্যে চারটির বিক্রি বেড়েছে টিকটকারদের ‘বুকটক’-এর সুবাদে। এর মধ্যে আছে ‘দে বোথ ডাই অ্যাট দ্য এন্ড’ এবং ‘উই ওয়্যার লায়ার্স’-এর মতো হিট বইগুলো। 

এ প্রসঙ্গে পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী স্টিফেল লোটিঙ্গা বলেন, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিওগুলো পাঠকদের নতুন নতুন বই আবিষ্কারে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছে।

“বই বিক্রেতা অনেককেই আমরা বলতে শুনেছি যে, তাদের দোকানে অনেক তরুণ এসে টিকটকে শোনা বইয়ের খোঁজ করেছেন,” বলেন লোটিঙ্গা।

বিবিসি জানিয়েছে, গেল বছরে যে বইগুলোর বিক্রি বেড়েছে, তার মধ্যে একটা বড় অংশ গত বছর প্রকাশিত নয়, বরং আরও পুরনো। টিকটকারদের মধ্যে আলোচনার জেরেই আবার আগ্রহী পাঠকদের নজর গিয়ে পড়েছে পুরনো বইয়ের পাতায়।

২০২১ সালে তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বই ‘দে বোথ ডাই অ্যাট দ্য এন্ড’ বাজারে এসেছিল ২০১৭ সালে। আর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ই লকহার্টের লেখা ‘উই ওয়্যার লায়ার্স’ ২০১৪ সালের প্রকাশনা।

প্রকাশনা প্রতিষ্ঠান বননিয়ারের কর্মী এমিলি মারনিউয়ার জানিয়েছেন, আগের সাত বছরে ‘উই ওয়্যার লায়ার্স’-এর যতো কপি বিক্রি হয়েছিল, তার চার গুণ বেশি বিক্রি হয়েছে কেবল ২০২১ সালেই। টিকটকের কারণে প্রকাশনা প্রতিষ্ঠানটির পুরনো আরও দুটি বই নিয়ে পাঠকদের আগ্রহ বেড়েছে, তরুণদের মধ্যে জনপ্রিয় সেরা ৫০ বইয়ের তালিকায় উঠে এসেছে বই দুটি।

“আগের বছরগুলোতে ওই বইগুলোর মোট বিক্রির পরিমাণ যতোটা ছিল, গত বছরেই তার চেয়ে বেশি বিক্রি হয়েছে টিকটকের কারণে,” যোগ করেন তিনি।

বিবিসি জানিয়েছে, ২০২১ সালে যুক্তরাজ্যে প্রিন্ট বইয়ের বিক্রি বেড়েছে পাঁচ শতাংশ। একই সময়ে অডিওবুকের ডাউনলোড বেড়েছে ১৪ শতাংশ।