ক্যাটাগরি

চট্টগ্রাম মেডিকেলে অসুস্থ হাজতির মৃত্যু

রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে মারা যান কাঈসিং মারমা নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি। তার বাড়ি রাঙামাটির
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রায়খালী বাজারে।

পাঁচলাইশ থানার পরিদর্শক
(তদন্ত) সাদিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ এপ্রিল কাঈসিংকে হাসপাতালে
ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের
ডেপুটি জেলার মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঈসিং রাঙামাটি জেলা
কারাগারের হাজতি ছিলেন। তিনি ছিলেন মাদক মামলার আসামি। কিডনি ও ডায়বেটিসের সমস্যা ছিল
তার, পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল।

“বন্দি অবস্থায় রাঙামাটি
কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের
মাধ্যমে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছিল।”

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসকের
বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।