ক্যাটাগরি

ডাচ্-বাংলার সাড়ে ২৭% লভ্যাংশ অনুমোদন

রোববার ভার্চুয়াল মাধ্যমে ২৬তম এ সভা অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে সভায় ২০২১
সালের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপনের পর তা অনুমোদন করা হয়েছে।

সভায় জানানো হয়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের
মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৪০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৪৭ হাজার ২৩৬ কোটি টাকা।

একই সময়ে ব্যাংকটি ঋণ দিয়েছে ৩১ হাজার ৯৪৫ কোটি টাকা, আগের
বছর যা ছিল ২৭ হাজার ৩৩৮ কোটি টাকা।

গত বছর ডাচ্-বাংলা ব্যাংক কর পরবর্তী নিট
মুনাফা করেছে ৫৫৬ কোটি ১১ লাখ টাকা, যা
আগের বছরে ছিল ৫৪৯ কোটি ৮৭ লাখ টাকা।

এ সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৬৯ পয়সা।

সভায় ব্যাংকের পরিচালক হিসেবে তাং ইয়াং হা, এডিএ এর
পুনঃনিয়োগ এবং ২০২১ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম
অ্যান্ড কোং, চাটার্ড
অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি
চৌধুরী অ্যান্ড কোং,
চাটার্ড একাউন্ট্যান্টসের নিয়োগ অনুমোদন দেওয়া হয়।