ক্যাটাগরি

ভোলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে যুবকের ৮ বছর কারাদণ্ড

রোববার আসামির উপস্থিতিতে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের
বিচারক গোলাম ফারুক এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ইসতাক
আহমেদ রুবেল জানান।

আইনজীবী জানান, আসামিকে দণ্ডবিধির তিনটি ধারায় কারাদণ্ড
দেওয়া হয়েছে। ৩৪ ধারায় আট বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে
আরও দুই বছরের কারাদণ্ড; ২৮/১ ধারায় দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা,
অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা
জরিমানা অনাদায়ে, ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সবগুলো ধারার রায় একই সঙ্গে
কার্যকর হবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ অক্টোবর
বোরহানউদ্দীনে বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেইসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে
আঘাত দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই বিপ্লব চন্দ্র তার ফেইসবুক আইডি হ্যাক
হয়েছে বলে বোরহানউদ্দীন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০ অক্টোবর
বোরহানউদ্দীন ঈদগাহ মাঠে বিক্ষোভ করে তৌহিদী জনতা। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে
গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় ২০২০
সালের ২৬ জানুয়ারি বাপন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি ১৬৪ ধারায় আদালতে
জবানবন্দি দেন।

২০২১ সালের ১ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
১১ জন সাক্ষ্য দেন।

ওই ঘটনায় বোরহানউদ্দীন থানায় দায়ের হওয়া আরও দুটি মামলা
বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ইসতাক আহমেদ।

আরও পড়ুন:


ফেইসবুকে কটূক্তির অভিযোগ, যুবক নিজেই গেল থানায়
 

বোরহানউদ্দিন রণক্ষেত্র, নিহত ৪, নেমেছে বিজিবি
 

বোরহানউদ্দিনে সমাবেশে সায় ছিল পুলিশের, ছিল না প্রস্তুতি
 

সংঘর্ষের পর রক্ষা পায়নি বোরহানউদ্দিনের হিন্দু পল্লী
 

ভোলায় মন্দিরে হামলার ঘটনায় মামলা
 

ভোলার সংঘর্ষের ভিডিও ফুটেজে চেনা মুখ: কাদের
 

বোরহানউদ্দিন যাচ্ছেন গণফোরাম নেতারা