পুরস্কার পাওয়া শিল্পীরা হলেন- হৃদিতা আনিশা, নাসরীন সুলতানা মিতু, রজত আল জাবির, সানজিদা সামরিন এবং রকিবুল ইসলাম।
রোববার রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন ইএমকে সেন্টারের পরিচালক ও এখলাসউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সদস্য আসিফ উদ্দিন আহমদ, শিল্পী সব্যসাচী হাজরা ও শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বইমেলায় প্রকাশিত বইয়ের উল্লেখযোগ্য অংশ তরুণ চিত্রশিল্পীদের হাতে আঁকা। মেলা চলাকালে ইএমকে সেন্টার, এখলাসউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট এবং চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় শিশু-কিশোর সাহিত্যবিষয়ক বইগুলোর শিল্পী ও চিত্রশিল্পীদের সচিত্র বই জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। দুই সপ্তাহব্যাপী চলা এ প্রতিযোগিতায় ত্রিশটিরও বেশি সৃজনশীল বই জমা পড়ে।
চিত্রশিল্পী ধ্রুব এষ ও সব্যসাচী হাজরা প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় ‘টিক টিক টিক’ বইয়ে হৃদিতা আনিশার অলঙ্করণ, বইটি প্রকাশ করেছে ‘ইকরিমিকরি’। দ্বিতীয় হয় মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘মিতু তিতুর স্পেসশিপ’ বইয়ে নাসরীন সুলতানা মিতুর অলঙ্করণ, তৃতীয় হয় ‘হিজল গাছের ভূত’ বইয়ে রজত আল জাবিরের অলঙ্করণ।
এছাড়া তরুণ চিত্রশিল্পী সানজিদা সামরিন ও রকিবুল ইসলামকে তাদের অলঙ্করণ বিষয়ক কাজের জন্য সম্মাননা দেওয়া হয়। সানজিদা সামরিন ‘ক্যামেরাটা সব জানতে চাইতো’ এবং রাকিবুল ইসলাম ‘ভুতের সাথে যুদ্ধ’ বইয়ের অলঙ্করণ করেন।
কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |