রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাঈসিং
মারমা নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি। তার বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার
চন্দ্রঘোনা রায়খালী বাজারে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ এপ্রিল কারাগারে ‘অসুস্থ হয়ে পড়লে’ কাঈসিংকে
হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
কাঈসিং মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বলে জানালেও তার
অসুস্থতার বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক
বা কারা কর্তৃপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।