ভারতীয় ক্রিকেট বোর্ডের এপেক্স কাউন্সিল শনিবার আইপিএলের
প্লে-অফের ভেন্যু চূড়ান্ত করার কথা জানায়।
আহমেদাবাদের সঙ্গে কলকাতায় হবে প্লে-অফ ম্যাচগুলো।
গ্যালারির ধারণ ক্ষমতার পুরো অংশ জুড়েই দর্শক থাকবে।
এবারের আসরের প্রাথমিক পর্বের ম্যাচগুলো হচ্ছে শুধু
মহারাষ্ট্র রাজ্যে। সেগুলির সূচি আগে জানানো হলেও প্লে-অফের ভেন্যু পরে জানানোর
কথা বলা হয়েছিল।
কলকাতার ইডেন গার্ডেন্সে ২৪ ও ২৫ মে যথাক্রমে হবে
প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। আহমেদাবাদে ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও
২৯ মে হবে ফাইনাল।
‘মেয়েদের আইপিএল’ বলে
পরিচিত তিন দলের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হবে লক্ষ্ণৌতে, ২৪ থেকে ২৮ মে।