‘মানবিক বিবেচনায়’ এই
সিদ্ধান্ত নিয়ে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন
তিনি।
ক্রিকেটার রুবেল ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯ এপ্রিল মারা যান। তাকে বনানী
কবরস্থানে দাফন করা হয়। এই কবরস্থান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। সেখানে
কবর সংরক্ষণের সুযোগ এখন নেই।
ক্যান্সারে থেমে গেল মোশাররফ রুবেলের জীবনের পথচলা
ওমরাহ পালনে সৌদি আরবে থাকা মেয়র আতিক রোববার টেলিফোনে বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেলের কবরস্থানটি পাকা করার জন্য কয়েকজন ক্রিকেটার অনুরোধ
করেছেন। রুবেলের স্ত্রী ফারজানা চৈতির আবেদনের বিষয়টিও জেনেছেন তিনি।
“রুবেল বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার। তার
স্ত্রীর কান্না আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমি মনে করি, তার এই সম্মান প্রাপ্য।”
সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “বিষয়টি খুব কঠিন। আমি দেশে
ফিরে এটা আমাদের বোর্ডে তুলব। বোর্ডের পর আমাদের মন্ত্রণালয় থেকে পাস করাব।
“আমরা সাধারণত কাউকে কবরস্থান পাকা করতে দিই না।
কিন্তু তার বিষয়টি ব্যতিক্রম হিসেবেই দেখছি আমরা।”