শনিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকা থেকে আটক ওই ছিনতাইকারীকে সঙ্গে নিয়ে রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তার এক সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই যুবক হলেন ফয়সাল আলম ওরফে আলভী (২৩) এবং রবিউল ইসলাম হৃদয় (১৮)।
ছুরিকাঘাতে আহত মো. শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আহত শরীফের স্ত্রী বায়েজিদ এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার রাত ৯টার দিকে স্ত্রীকে অফিস থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য শেরশাহ মোড়ে অপেক্ষা করছিলেন তিনি।
“এ সময় আলভী ও হৃদয় গিয়ে শরীফের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাতে বাধা দেয়ায় তারা শরীফের বুকে ও বাঁ পায়ে পাঁচ বার ছুরিকাঘাত করে।”
এসময় শরীফ চিৎকার করলে ওই এলাকায় দায়িত্বে থাকা টহল পুলিশ গিয়ে পথচারীদের সহায়তায় আলভীকে ছুরিসহ হাতেনাতে আটক করে বলে জানান ওসি কামরুজ্জামান।
হৃদয় তখন পালিয়ে গেলেও পরে পুলিশ আলভীকে নিয়ে রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে গভীর রাতে ওই তরুণকে গ্রেপ্তার করে।
আলভীই ছিনতাইয়ের সময় শরীফকে ছুরিকাঘাত করেছিলেন জানিয়ে ওসি বলেন, “হৃদয় সেসময় তার সাথে ছিলেন। হৃদয় পালিয়ে গেলেও পরে যখন তাকে ধরা হয় তার হাতে, পায়ে রক্তের দাগ ছিল।”
এ ঘটনায় শরীফের বাবা দুই জনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা করেছেন জানান এই পুলিশ কর্মকর্তা।