রোববার এক বিবৃতিতে শিওনোগি দাবি করেছে, ক্লিনিক্যাল ট্রায়ালে তাদের এস-২১৭৬২২ পিল ‘সংক্রামক সার্চ-কভ-২ ভাইরাস নিমেষেই নির্মূল করতে সক্ষম’ বলে দেখা গেছে।
পরীক্ষায় আরো দেখা গেছে, কোভিড-১৯ এর যে ১২টি উপসর্গ দেখা যায়, এই পিলের মাধ্যমে সেগুলোর চিকিৎসায় তেমন কোনও পার্থক্য নেই। বরং ওষুধটি ‘জ্বর এবং শ্বাসকষ্ট’ মিলে কোভিডের যে পাঁচটি উপসর্গ দেখা যায় সেগুলোর বিরুদ্ধে অধিক কার্যকর।
গত মার্চে শিওনোগি ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা বিশ্বজুড়ে তাদের ওষুধের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করতে যাচ্ছে।
কোম্পানিটি এক বছরে এই ওষুধের এক কোটি ডোজ উৎপাদন করতে সক্ষম বলে জানান প্রধান নির্বাহী ইসাও তেশিরোগি।
করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসায় তাদের ওষুধ সফল হতে যাচ্ছে এমন খবর প্রকাশের পরপরই শিওনোগির শেয়ারের দাম খাড়া উপরে উঠতে শুরু করেছে।