রোববার বিকালের এই
অভিযানে এক শিক্ষার্থীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
কলেজের আন্তর্জাতিক
ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
জানতে চাইলে ঢাকা
মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “অভিযান চালিয়ে একজনকে আটক করা
হয়েছিল। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
কাকে আটক করা হয়েছিল-
জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু ছেড়ে দিয়েছি, তাই নাম
বলা উচিৎ হবে না।
কেন- এ প্রশ্নে এই
ডিবি কর্মকর্তা বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই আটক
করতে পারি।”
কার খোঁজে এই অভিযান
চালানো হয়- জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “অধ্যক্ষ স্যারের অনুমতি নিয়ে অভিযান
চালিয়েছে। কাউকে আটক বা গ্রেপ্তার বা কিছু জব্দ হয়েছে কি না, আমি বলতে পারব না।”
যে কক্ষে অভিযান
চালানো হয়, সেই কক্ষে ইমন ও জহির হাসান নামে দুই শিক্ষার্থী থাকেন বলে শিক্ষার্থীদের
সঙ্গে কথা বলে জানা গেছে। তবে অভিযানের সময় ইমন ছিলেন না।
গত মঙ্গলবারের সংঘাতের
মধ্যে দোকানকর্মীদের জমায়েতের দিকে থাকা একটি কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হাসানকে
খুনের জন্য ইমনকে দায়ী করা হচ্ছে।
সংঘাতের সময়কার একটি
ভিডিওতে হেলমেট পরা যে তরুণকে দেখা গেছে নাহিদকে কোপাতে, সেই তরুণ ইমন বলে বিভিন্ন
সংবাদ মাধ্যম চিহ্নিত করেছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে
বলা হয়েছে, ঢাকা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমন ছাত্রলীগের কর্মী,
তার বাড়ি খুলনায়।
সংঘাতে নাহিদ এবং দোকানকর্মী মোরসালিন
নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলা করেছেন তাদের স্বজনরা। তাতে আসামি হিসেবে কারও নাম
উল্লেখ করা হয়নি।
সংঘর্ষ এবং বোমাবাজির
ঘটনায় পুলিশ যে মামলা করেছে, তার একটিতে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
সংঘর্ষের মামলায়
২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কোনো শিক্ষার্থী নেই। আসামিদের মধ্যে নিউ মার্কেটের
দোকান মালিক বিএনপি নেতা মকবুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার অগ্রগতি জানতে
চাইলে ডিবি কর্মকর্তা আজিমুল হক বলেন, “এখনও বলার মতো কোনো অগ্রগতি নেই।”
গোয়েন্দা পুলিশ হত্যা
মামলা দুটির তদন্ত করছে।
নিউ মার্কেটে সংঘাত: ৪ দিনেও তদন্তে অগ্রগতি নেই
সংঘর্ষ: ঢাকা কলেজের ছাত্রাবাস খালি করার নির্দেশ
নিউ মার্কেটের সংঘাতের জন্য দায়ী ছাত্রলীগ: ফখরুল
নিউ মার্কেটে সংঘাতের মামলায় মকবুল গ্রেপ্তার
নিউ মার্কেটে সংঘর্ষ: তিন মামলায় আসামি সহস্রাধিক