পুলিশ
জানিয়েছে, ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামে শনিবার রাতে ওই ব্যক্তি আহত
হন। রোববার ভোরে হাসপাতালে তিনি মারা যান।
নিহত মো.
সুরুজ্জামান (৪০) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চান মিয়ার ছেলে।
স্থানীয়দের
বরাতে বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, আব্দুর রুউফ চান মিয়ার দুই স্ত্রীর সাত সন্তানের মধ্যে
জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে শনিবার রাত ২টার দিকে বড় ভাই মুসা আলীর সঙ্গে ছোট
ভাই সোনাহারের ঝগড়া বাধে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। ওই সময় এক
বড় ভাই ও তার সহযোগীরা সুরুজ্জামানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পুলিশ
জানিয়েছে, স্থানীয়রা সুরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অবস্থার
অবনতি হয়। রোববার ভোরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; দুপুরে
সেখানে তিনি মারা যান।
ময়নাতদন্তের
জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলার
প্রস্তুতি চলছে।