ক্যাটাগরি

বরিশালে ইজিবাইক উল্টে নিহত ১

শনিবার রাত ৯টার দিকে
তালুকদারের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল কোতোয়ালি থানার এসআই মেহেদী
হাসান জানান।

নিহত মো. হালিম মৃধা (৩৭)
বরিশাল শহরের পলাশপুর এলাকার খোকন মৃধার ছেলে। তিনি চকবাজার এলাকায় একটি পলিথিনের
দোকানে চাকরি করতেন।

এসআই মেহেদী জানান, গ্রাহকের
অগ্রিম অর্ডারের পলিথিন নিয়ে রাতে ইজিবাইকে করে নেগালগঞ্জে যাচ্ছিলেন হালিম।
সড়কের গর্তে চাকা পড়ে ইজিবাইকটি উল্টে যায়, নিচে চাপা পরে গুরুতর আহত হন তিনি।

ইজিবাইকের চালক হালিমকে
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।

ময়নাতদন্তের জন্য
হালিমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।