রোববার বিকালে জেলা
মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব হাসান আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর
করেন বলে আদালত পুলিশের পরিদর্শক প্রসূন কান্তি দাস জানান।
বোরহান উপজেলার
চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের বাসিন্দা। ২০ এপ্রিল সকালে গ্রামের
বাড়িতে তার আতশবাজির কারখানায় বিস্ফোরণে আপিলা খাতুন (৫০) ও নাছিমা খাতুন (৩০)
মারা যান।
এরপর বোরহান আত্মগোপনে
চলে যান। শনিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।
নান্দাইলের সেই আতশবাজি কারখানায় মালিক গ্রেপ্তার
বজ্রপাতের পর আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২ নারী শ্রমিক নিহত
আদালতের পরিদর্শক বলেন,
আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিস্ফোরণের পর রাতেই
পুলিশ বাদী হয়ে নান্দাইল থানায় বিস্ফোরক ও হত্যা মামলা দায়ের করেন।
মামলা দুটি শুক্রবার নান্দাইল
থানা পুলিশের কাছ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়।