রোববার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশফাক রাসেল জানান।
মৃত রাব্বি তালুকদার (১৪) ওই গ্রামের কালাই তালুকদারের ছেলে এবং উপজেলার কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
রাব্বির পরিবারের বরাতে ওসি বলেন, কালাই ও রাব্বি নিজেদের জমিতে সেচের মাধ্যমে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে সেখানে গিয়ে জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করলে রাব্বি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার বাবা পাশেই দাঁড়িয়ে ছিলেন।
পরে রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
মাদারীপুর সদর হাপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদবলেন, রাব্বিকে হাসপতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।