ক্যাটাগরি

‘মুখ ফিরিয়ে নেওয়া’ পিএসজি সমর্থকদের কাছে ভুল স্বীকার লিওনার্দোর

শনিবার রাতে লঁসের বিপক্ষে ১-১ ড্র করে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত
করে পিএসজি। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের সবচেয়ে বেশি ১০ শিরোপা
জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা। অপেশাদার যুগে একটিসহ সমান সংখ্যক শিরোপা জিতেছে মার্সেইও।

কিন্তু এই প্রাপ্তির মধ্যে সান্ত্বনা খুঁজে পাচ্ছে না দলটির সমর্থকরা।
বরং চ্যাম্পিয়ন্স লিগের না পারার ক্ষোভে এখনও তারা ফুঁসছে। শেষ ষোলোর প্রথম লেগে ১-০
গোলে এগিয়ে থাকার পর ফিরতি লেগেও এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে
২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর শেষ ৩০ মিনিটে খেই হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত রিয়াল
মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে ছিটকে যায় দল।

কেবল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া নয়, তারকায় ঠাসা দল নিয়েও
পুরো মৌসুমে পিএসজির পারফরম্যান্স ছিল খুব অধারাবাহিক। গুরুত্বপূর্ণ সময়ে বারবার দলের
ছন্দ হারানোও ছিল বেশ পীড়াদায়ক। তাইতো মৌসুমের শুরুতে ফরাসি সুপার কাপে হারের পর ফরাসি
কাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় তারা।

এতসব ব্যর্থতা, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ওই হতাশা ভুলতে পারেননি
সমর্থকরা। তাই লিগ ওয়ানের শিরোপা উৎসবে যোগ দেননি তারা। কানাল প্লাসের সঙ্গে আলাপচারিতায়
নিজের ভুল স্বীকার করে নেন লিওনার্দো; খেলোয়াড় দলে টানাসহ ক্লাবের নানা কাজে যার সংশ্লিষ্টতা
অনেক।

“আমি কিছু ভুল করেছি। নিয়োগ, ব্যবস্থাপনা-এই কাজগুলো আমিই করেছি-আমাদের
ফলের উপর এগুলো প্রভাব থাকতেই পারে। মৌসুমে এমন সব ফলে সবারই দায় আছে। আমাদের অবশ্যই
দায়িত্ব নিতে হবে।”

চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করতে লসেঁর বিপক্ষে হার এড়ালেই
চলতো পিএসজির। লিওনেল মেসির চমৎকার গোলে যদিও জেগেছিল জয়ের সম্ভাবনা। কিন্তু শেষ দিকে
গোল হজম করে জয় হাতছাড়া করে তারা।

তারপরও, শিরোপা তো নিশ্চিত হয়ে গেছে। ক্লাবের ইতিহাসে দশম লিগ ট্রফি,
সর্বোচ্চ শিরোপার রেকর্ড স্পর্শ করার আনন্দ। উপলক্ষটা তো আনন্দে ভেসে যাওয়ার, সময়টা
উৎসবের। কিন্তু ম্যাচ শেষে গ্যালারিতে ছিল না তেমন কোনো গগনবিদারী চিৎকার। ১০ মিনিটেই
খালি হয়ে যায় গ্যালারি।

বিস্তারিত না বললেও লিওনার্দো জানালেন মৌসুম শেষে ‘সিদ্ধান্ত নেওয়া
হবে’। সমর্থকদের ওমন আচরণের কারণও অজানা নয় এই ব্রাজিলিয়ানের।

“প্রত্যাশা ছিল অনেক উঁচুতে এবং (ব্যর্থতার কারণে) হতাশাও সেই একই
পরিমাণ। একটা ফুটবল ক্লাবের মানে হলো সমর্থকদের সঙ্গে দলের একটা বন্ধন তৈরি করা, তাই
এই মৌসুমে কী হলো, সেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে।“

শিরোপা উৎসবে সমর্থকদের না পেয়ে স্বাভাবিকভাবে হতাশ মার্কো ভেরাত্তি।
ইতালিয়ান এই মিডফিল্ডারের দাবি সবটুকু দিয়ে চেষ্টা করেও পারেননি তারা।

“আমাদের সামর্থ্যের সবটা দিয়েছি। কখনও কখনও (অপ্রাপ্তি ভুলে) এগিয়ে
যেতে হয়।”

অধিনায়ক মার্কিনিয়োসের কথাতেও উঠে এলো সমর্থকদের শিরোপা উৎসবে পাশে
না পাওয়ার হতাশা।

“গত বছর আমরা (লিগ) শিরোপা জিততে পারিনি, এটা আমাদের অনেক পীড়া দিয়েছে।
তো যেহেতু এবার জিতেছি, যথাসম্ভব আমরা উদযাপন করব। কিন্ত এই আবহ (সমর্থকদের না পাওয়া)
কষ্টের, কিন্তু ফুটবল আমাদের আবেগ…..।”

“সমর্থকদের পাশে না পাওয়াটা দুঃখের, কিন্তু আমাদের এর সঙ্গে মানিয়ে
নিতে হবে। সবসময় সবকিছুর ভালো-মন্দ দিক থাকে। আমরা শিরোপা জিতেছি। আমরা ইউরোপে (চ্যাম্পিয়ন্স
লিগে) ভালো করিনি ঠিকই, কিন্তু মৌসুমে যে পরিশ্রম আমরা করেছি, তার ভালো দিকগুলো নিয়ে
আমাদের এগিয়ে যেতে হবে।”