ক্যাটাগরি

রাজশাহীতে জুতার মূল্যের উপর স্টিকার, দোকানদারের জরিমানা

রোববার
নগরীর নিউমার্কেট এলাকায় একটি বাটা জুতার দোকানিকে এ জরিমানা করা হয়।

ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো.
হাসান-আল-মারুফ বলেন, গত শুক্রবার নিউমার্কেট এলাকায় তারা নিয়মিত বাজার তদারকি
করতে যান। এ সময় তারা বাটা জুতার শো-রুমে ঢোকেন। কৌতূহলবশত তারা জুতার স্টিকার তুলতে
শুরু করেন। এতে দুটি মডেলের জুতার মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়।

তিনি
বলেন, এক জোড়া জুতার উপরের স্টিকারে দাম লেখা ১ হাজার ২৯৯ টাকা। সেই স্টিকার তুলতেই
নিচের স্টিকারে দেখা গেল মূল্য ৯৯৯ টাকা। আরেক জোড়া জুতার দাম উপরে লেখা ৯৯৯ টাকা।
সেই স্টিকার তুললে নিচের স্টিকার বেরিয়ে এল; তাতে লেখা দাম ৭৯৯ টাকা।

তিনি
বলেন, মূল্য কারসাজি কী করে হলো তার ব্যাখ্যা চেয়ে দোকানের ব্যবস্থাপককে দুই দিন
সময় দেওয়া হয়। রোববার সকালে ওই ব্যবস্থাপক আবদুল করিম হাওলাদার অদিদপ্তরের কার্যালয়ে
এসে স্টিকার লাগানোর বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই ফলে তাকে ৩০ হাজার
টাকা জরিমানা করা হয়েছে।