চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট থেকে ওই অডিও ক্লিপটি মুছে ফেলতে উঠেপড়ে লেগেছে। কিন্তু তারা একদিক দিয়ে ক্লিপটি মুছে দিচ্ছে অন্যদিক দিয়ে সেটি আবার আপলোড হচ্ছে।
এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক কেন্দ্র সাংহাই। কোভিড-১৯ সংক্রমণের বিস্তার বেড়ে যাওয়ায় গত পাঁচ সপ্তাহ ধরে সেখানে কঠোর লকডাউন চলছে। এমনকি অনেককে অফিসেই লকডাউন পালন করতে বাধ্য করা হচ্ছে।
কিন্তু তারপরও সংক্রমণের বিস্তার থামানো যাচ্ছে না। শুক্রবার সেখানে কোভিডে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
তার আগের দিন ১১ জনের মৃত্যুর খবর নিশ্চত করে নগর কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, ইন্টারনেটে ভাইরাল হওয়া অডিও ক্লিপে বাসিন্দাদের খাবার ও ওষুধের অভাব নিয়ে অভিযোগ করতে শোনা যায়।
আড়াই কোটি মানুষের নগরী সাংহাই। লকডাউনের মধ্যে সেখানকার বাসিন্দারা এমনকি খাবার বা ওষুধ কিনতেও বাড়ির বাইরে বের হতে পারছেন না। বরং তাদেরকে প্রশাসন থেকে পণ্য সরবরাহের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
সাংহাইয়ে কোভিডে একদিনে ১২ মৃত্যু, বাড়ছে ক্ষোভ
ছয় মিনিটের ওই অডিওতে বাসিন্দাদের খাবার সরবরাহ নিয়ে তীব্র সমালোচনা করতে শোনা যায়।
একজন বলেন, ‘‘এখন আমরা দিনের পর দিন না খেয়ে আছি।”
আরেকজন বলেন, ‘‘এই ভাইরাস আমাদের মারতে পারবে না। কিন্তু আমরা অনাহারে মারা পড়বো।”
‘দ্য ভয়েস অব এপ্রিল’ শিরোনামে ওই অডিও ক্লিপটি চীনের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম উইবো ও উইচ্যাটে ভাইরাল হয়ে যায়।
কিন্তু শনিবার থেকে কর্তৃপক্ষ সেটি মুছে ফেলতে শুরু করেছে।
চীনে জনগণের সাধারণ সরকারের সমালোচনা করার ঘটনা বিরল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সাংহাইয়ের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ করে পোস্ট দিচ্ছেন। তারা লকডাউনের মধ্যে নিজেদের দুর্দশার কথা তুলে ধরছেন।
কোভিড হাসপাতালগুলোর অবস্থা নিয়েও তাদের অসংখ্য অভিযোগ রয়েছে।