ক্যাটাগরি

সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার পৌঁছে দিচ্ছে রবি

বিদ্যানন্দ
ফাউন্ডেশনের সহযোগিতায় এ টেলিকম অপারেটর চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, খুলনা,
কুষ্টিয়া, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় ছয় হাজারের বেশি শিশুর হাতে ইফতার পৌঁছে
দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে রোববার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

এছাড়া
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে রবি আয়োজন করবে ইফতার মাহফিল।
রবি গ্রাহকরা মাই রবি অ্যাপে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের
জন্য ইফতার ও সেহরির অনুদান দিতে পারবেন।  

রবির
চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, “সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন
একটি প্রতিষ্ঠান হিসাবে পবিত্র রমজান মাসে এমন একটি উদ্যোগ নিতে পেরে রবি আনন্দিত।

“দেশজুড়ে
শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো সম্পন্ন একটি শীর্ষস্থানীয় টেলকো ব্র্যান্ড হিসেবে আমরা
মনে করি যে, সমাজের সুবিধাবঞ্চিত অংশের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, যারা সাধারণত
এই উদ্যোগগুলোতে অন্তর্ভুক্ত হয় না।”