ক্যাটাগরি

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ জিয়াউল

শনিবার সদ্য বিদায়ী
কোষাধ্যক্ষ অধ্যাপক লুৎফুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে বিশ্ববিদ্যালয়ের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন উপস্থিত
ছিলেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক
জিয়াউলকে নিয়োগ দেন।

তিনি ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টির
আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

২০১৫ সালে সহযোগী অধ্যাপক
এবং ২০২১ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, অধ্যাপক জিয়াউল মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ায় বেশ কিছুদিন
বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে
কাজ করেছেন।

২০০৫ সালে মস্কোর পিপলস
ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।