এ অফারের আওতায় রেফ্রিজারেটর,
ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও এয়ার কন্ডিশনারেও মূল্য ছাড় দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে ব্র্যান্ডটি।
ঈদের আগের দিন রাত
পর্যন্ত এ অফার চলবে বলে এতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্যামসাং
জানায়, ঈদ ক্যাম্পেইনে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় স্যামসাং ৬৫ ইঞ্চি এবং ৭৫
ইঞ্চি ইউএইচডি ও কিউএলইডি টিভির ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন ৩২ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি
স্মার্ট টিভি এবং ট্যাব এবং সাউন্ড বারের ওপর ৫০ শতাংশের বিশেষ ছাড়।
এছাড়া রয়েছে ১৯ হাজার
পর্যন্ত ক্যাশব্যাক এবং ৪০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
ঈদ অফারে রেফ্রিজারেটর,
ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সও কেনা
যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো
হয়, নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরের গ্রাহকরা উপহার হিসেবে বিনামূল্যে পাবেন মিনি
হোম অ্যাপ্লায়েন্স। নির্দিষ্ট মডেলের সাইড-বাই-সাইড ও টুইন কুলিং রেফ্রিজারেটর কিনলে
সঙ্গে পাওয়া যাবে একটি মিক্সার গ্রাইন্ডার, ব্লেন্ডার ও আয়রন।
‘এই ঈদে স্যামসাং কিনলেন
তো জিতলেন’ স্লোগানে শুরু হওয়া এ ক্যাম্পেইনে রেফ্রিজারেটরের দাম ৩৬ হাজার ৯০০ টাকা
থেকে শুরু, সঙ্গে থাকছে ১১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ২৩ হাজার টাকা পর্যন্ত
এক্সচেঞ্জ অফার। ২২ হাজার ৫০০ টাকা থেকে শুরু যেকোনো মূল্যের তিনটি স্যামসাং ওয়াশিং
মেশিন কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। চার হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে
গ্রাহকরা স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনের যেকোনো মডেল কিনতে পারবেন ৮ হাজার ৯০০ টাকা থেকে।
এছাড়া অফারের আওতায়
স্যামসাংয়ের এয়ার কন্ডিশনার ১৩ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে ৬৩ হাজার ৯০০ টাকায়
পাওয়া যাচ্ছে।
স্যামসাং বাংলাদেশ
কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বন্ধুবান্ধব
এবং পরিবারের সবার সাথে উদযাপনের একটি বিশেষ উপলক্ষ হিসেবে আসে ঈদ। হাসি-আড্ডায় ভরা
আমাদের বাসাবাড়িতে উন্নত হোম অ্যাপ্লায়েন্সের স্বাচ্ছন্দ্য আনন্দের এক নতুন মাত্রা
যোগ করে।
“বিশ্বস্ত ব্র্যান্ড
হিসেবে স্যামসাং বিষয়টি পুরোপুরি বুঝতে পারে, আর তাই ঈদ উল ফিতরের মত বিশেষ উৎসবকে
কেন্দ্র করে গ্রাহকদের জন্য হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটাকে আরও সহজ করে তুলতে চায়।”
অফিসিয়াল আউটলেট ছাড়াও
গ্রাহকরা অনলাইনে এসব পণ্য কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।