ক্যাটাগরি

জাকাত দেওয়া সহজ করতে বিকাশের উদ্যোগ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, তাদের অ্যাপের ‘ডোনেশন’ আইকন অথবা সাজেশন অংশের ‘রমজানে প্রতিদিন’ অপশন থেকে বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানে জাকাত দিতে
পারছেন গ্রাহকরা।

তাছাড়া ‘রমজানে প্রতিদিন’ অংশের ‘জাকাত ক্যালকুলেটর’ ব্যবহার করে জাকাতের পরিমাণও হিসাব করে
নেওয়া যাবে।

জাকাত ক্যালকুলেটর

জাকাত দিতে হলে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের ‘সাজেশনস’ অংশ থেকে ‘রমজানে প্রতিদিন’ নির্বাচন করতে হবে। এরপর ‘জাকাতের হিসাব করতে ট্যাপ করুন’ অপশনে গেলেই পাওয়া যাবে ‘জাকাত ক্যালকুলেটর’।

সেখান থেকে স্বর্ণ/রূপার উপর জাকাত, ক্যাশ টাকা বা ব্যাংকে থাকা অর্থের উপর জাকাত, বিনিয়োগ/তহবিল/শেয়ারের উপর জাকাত, ব্যবসার উপর জাকাত, ইত্যাদি বিভিন্ন মানদণ্ডের ওপর গ্রাহকরা জাকাতের পরিমাণ হিসাব করতে পারছেন।

এমনকি ঋণ বা দায় থাকলে সেটিও হিসাব করে মোট প্রদেয় জাকাতের পরিমাণ বের করা যায় এই ক্যালকুলেটরের মাধ্যমে।

পাশাপাশি, কোরআনে জাকাত সম্পর্কে কী বলা আছে, ব্যক্তিগত জাকাত, ব্যবসায়িক জাকাত, জাকাতের হিসাব, জাকাতের অর্থ, কারা জাকাত পাওয়ার যোগ্য, কখন জাকাত দিতে হয়, নিসাব কী, ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানার সুযোগও রয়েছে সেখানে।

কীভাবে জাকাত দেবেন?

গ্রাহক যে
প্রতিষ্ঠানে জাকাত দিতে চান, তা নির্বাচন করে নাম, ইমেইল আইডি ও পরিমাণ দিয়ে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশনটি নির্বাচন করে নিজের পরিচয় গোপন রাখতে পারেন। পরের ধাপে পিন নম্বর দিলে একটি প্রাপ্তি স্বীকার বার্তা স্ক্রিনে দেখতে পাবেন। নির্বাচিত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ারও সুযোগ রয়েছে সেখানে।

জাকাত গ্রহণকারী প্রতিষ্ঠান

বর্তমানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন,
কোয়ান্টাম ফাউন্ডেশন,
ঢাকা আহছানিয়া মিশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আঞ্জুমানে মুফিদুল ইসলাম, ফুড ফর অল–খুকুমনি ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ ও মাস্তুল ফাউন্ডেশন-এ বিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা জাকাত দিতে পারছেন। রামাদান ডট বিকাশ ডটকম লিংকে গিয়েও জাকাত দেওয়া যাবে।