‘ব্লক’-এ এতোদিন ডরসির পদবি ছিল প্রধান
নির্বাহীর। সেই পদবি ছেড়ে এখন ‘ব্লক হেড’ জ্যাক ডরসি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ
অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথিপত্র বলছে, ব্লকে ডরসির পদবি এখন ‘ব্লক হেড’
বা ব্লক প্রধান। প্রতিষ্ঠানে ডরসির ভূমিকা প্রতিফলনের জন্য নিজস্ব নিয়ম-নীতিও পাল্টে
নিয়েছে ব্লক। সিইও এবং প্রেসিডেন্ট পদে একজন কর্মকর্তা থাকার বাধ্যবাধকতা উঠিয়ে নিয়েছে
প্রতিষ্ঠানটি।
পদবি পরিবর্তনের ঘটনায় ডরসি আর টেসলা
প্রধান ইলন মাস্কের সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্যে যোগসূত্র দেখছে মার্কিন সংবাদসংস্থা
সিএনবিসি। গেল বছরে নিজেকে ‘টেকনোকিং অফ টেসলা’ বলে ঘোষণা দিয়েছিলেন মাস্ক। এখনও আনুষ্ঠানিকভাবে
‘সিইও’ পদে থাকলেও পদটিকে ‘বানোয়াট’ বলে আখ্যা দেন তিনি।
সম্প্রতি টুইটার কিনতে উঠে-পড়ে লেগেছেন
মাস্ক। আর টুইটারের সহ-প্রতিষ্ঠাতাদের একজন ডরসি; গত বছরে প্রধান নির্বাহীর পদ ছাড়লেও
এখনও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে আছেন।
ডরসি একই ধরনের মনোভাব প্রকাশ করে আসছেন
অনেক দিন ধরেই। ২০১২ সালে টুইট করেছিলেন, “সিইও’র মতো পদবিগুলো সঠিক কাজ করার পথে বাধা
হয়ে দাঁড়ায়। যারা পদবি অগ্রাহ্য করে সঠিক বিষয়ের জন্য লড়াই করেন তাদের জন্য আমার শ্রদ্ধা।”
Titles, like “CEO”, get in the way of doing the right thing. Respect to the people who ignore titles, and fight like hell for what is right.
— jack⚡️ (@jack) September 29, 2012
ব্লক জানিয়েছে, ডরসির অনুরোধে তার পদবি
বদলানো হয়েছে ২০ এপ্রিল। তবে মজার বিষয় হচ্ছে, মিরিয়াম-ওয়েবস্টার ডিকশনারিতে ‘ব্লকহেড’
শব্দটির অর্থ ‘এ স্টুপিড পার্সন’ বা ‘একজন বোকা মানুষ’।
জিম ম্যাকিভলির সঙ্গে জোট বেঁধে ২০০৯
সালে ‘স্কোয়্যার’ প্রতিষ্ঠা করেছিলেন ডরসি। গত বছরের ডিসেম্বরে নাম পাল্টে ‘ব্লক’ হয়েছে
প্রতিষ্ঠানটি। প্রথম দিকে ডিজিটাল লেনদেনে জোর দিলেও সম্প্রতি ক্রিপ্টো বাজারের দিকেও
ঝুঁকেছে প্রতিষ্ঠানটি।