ক্যাটাগরি

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

‘কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের’ নামের একটি কারখানার শ্রমিকরা সোমবার কাজে না গিয়ে সকাল ১০টার দিকে মিরপুর
১১ নম্বর সড়কে অবস্থান নেন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, “৭০ থেকে ৮০ জন রাস্তায় বসে আছেন, বেতন ও বোনাসের দাবিতে
স্লোগান দিচ্ছেন।”

বিক্ষোভে থাকা শ্রমিকরা জানান,
গত তিন মাস ধরে তারা বেতন পান না। ২০ এপ্রিল বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা
থাকলেও এখনও তা হতে পাননি।

শ্রমিককে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা হচ্ছে
জানিয়ে ওসি পারভেজ ইসলাম জানান, বিকল্প আরেকটি সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

শনিবারও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন এই
কারখানার শ্রমিকরা।