ক্যাটাগরি

ইউক্রেইনের ৫টি রেলস্টেশনে রাশিয়ার হামলা

সোমবার সকালের এই হামলায় মধ্য ইউক্রেইনের জেমেরিঙ্কা এবং কোজিয়াতাইন রেলস্টেশনে হতাহতের খবর পাওয়া গেছে।

ইউক্রেইনের রাষ্ট্রীয় একটি রেলওয়ে কোম্পানির চেয়ারম্যান ওলেক্সান্দার বলেন, ইউক্রেইনের রেলওয়ে অবকাঠামো পুরোপুরি ধ্বংসের মিশন নিয়ে রুশ সেনারা এই হামলা চালিয়েছে।

ইউক্রেইনের মধ্যাঞ্চলে ভিনিৎসিয়ার দুটো শহরে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আঞ্চলিক এক কৌসুঁলির কার্যালয় থেকে এ খবর জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, জেমেরিঙ্কা এবং কোজিয়াতাইনের পরিবহন অবকাঠামোর ওপর রুশ হামলায় আরও ১৮ জন আহত হয়েছে।

রয়টার্স বার্র্তা সংস্থা আঞ্চলিক এক গভর্নরের টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “শত্রুরা গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আঘাত হানার চেষ্টা করছে।”

শরণার্থীদের পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য এবং পূর্বাঞ্চলে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য রেললাইগুলো গুরুত্বপূর্ণ।