ক্যাটাগরি

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কিশোরগঞ্জের জ্যেষ্ঠ
জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত
আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়ারও
রায় দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত ফায়েজ
মিয়া (৩০) জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলীনগর গ্রামের ছমির উদ্দিনের
ছেলে।

রায় ঘোষণার সময়
আসামি আদালতে ছিলেন।

আদালতের পিপি
শাহ আজিজুল হক মামলার নথির বরাতে জানান, ২০১৯ সালে পারিবারিকভাবে চায়না আক্তার ও ফায়েজ
মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে চায়না তার বাবার বাড়িতে বাস করছিল। বিয়ের ২২ দিন পর ৩০
জুলাই শ্বশুরবাড়ি গেলে রাতে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন চায়নার
বাবা আক্কাস মিয়া ফায়েজকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম
থানার এসআই মো. চান মিয়া ২০২১ সালের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।

পিপি বলেন, সাক্ষ্য-প্রমাণ
শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দেয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন
আইনজীবী আব্দুল কুদ্দুস।